Monday, October 26, 2015

ফেইসবুক স্ট্যাটাস পর্ব - ২

★– যে মানুষ বাতাসের বিপরীতে ঘুড়ি
উড়িয়ে পার করে দেয় তার সোনালি
সাঝবেলা, সে মানুষ কারোর পোষ
মানে না।

★– চারদিকের অস্হিরতা মাঝেমাঝে
বেঁচে থাকার আনন্দটা ধুলিমাটি করে
দেয় !

★– যারা নিজের চোখের পর্দা না করে
মেয়েদের পর্দা করতে বলে তারা হল
হেপোক্রেট। আর যারা মেয়ারা পর্দা
করতে দেখে সেটা নিয়ে ব্যঙ্গ করে
তারা হল পার্ভাট।

★– একটা মিথ্যা বললে দশটা মিথ্যা
বলতে হয়। তবে এই দশটার মাঝখানে যদি
বাইচান্স একটা সত্য ঢুকে যায় তাহলে
কিন্তু প্যাঁচ লেগে যাবে! তাই খেয়াল
করিয়া

★– কিছু তথাকথিত প্রগতিশীল আছেন
যারা সবকিছুতেই ধর্মের দোষ খুঁজে
বেড়ান। গোঁড়া কাঠমোল্লা এবং
সেসব প্রগতিশীলদের মাঝে আমি
কোনরকম পার্থক্য খুঁজে পাইনা।

★– সেই ছোটবেলা থেকে সাপকে
আমি খুব ভয় পাই। ইদানিং খেয়াল
করলাম আমি যত মানুষের কাছাকাছি
যাই সাপের প্রতি ভয় ততই কমে আসে।

★– সুযোগ সন্ধানী মানুষদের বিশ্বাস
করতে নেই, কারণ বিশ্বাসের মূল্যায়ন
কিভাবে করতে হয় সেটা তারা
জানেনা।

★– আহাম্মকরাই শুধু খেলার মাঝখানে
জিতে গেছি জিতে গেছি বলে
আনন্দে লাফানো শুরু করে দেয়।
বিরতির পর যে খেলায় অনেক
ক্লাইমেক্স বাকি থাকে সে
ব্যাপারটা আহাম্মকরা কক্ষনই বুঝে না।
সেটা তারা তখন বুঝে যখন খেলা
শেষে মাথা চুলকাতে চুলকাতে শৃন্য
হাতে বাড়ি ফিরে।

★– প্রেম বিষয়ক অনভুতি মাঝেমাঝে
ভয়ানক ভাইরাস ছড়িয়ে দেয় বুকে
থেকে মগজ পর্যন্ত আর মাঝেমাঝে
মেডিসিনের মত কাজ করে ।

আমার ফেইসবুক  প্রফাইলঃ Click Here

বিঃদ্রঃ ভাল লাগলে এই ওয়েবসাইট বা ব্লগ সাইটটির লিংক আপনার স্ট্যাটাস এর সাথে শেয়ার করার অনুরোধ রইল।

0 comments:

Post a Comment