★– দুই নৌকায় দুই পা রেখে খেয়া
পেরুতে হলে, দু’নৌকার দুই মাঝি
পুরাপুরি নিজের আয়ত্বে থাকতে হবে,
তা না হলে মাঝপথে ডুবে যাওয়ার সমুহ
সম্ভবনা আছে।
★– অপরাধীরা যত বেশি নিঃসঙ্গ হয় তত
বেশি তার মাঝে অনুশোচনাবোধ
জেগে উঠে। নিঃসঙ্গতা অপরাধীর
মনে সেই বোধের জন্ম দেয়।
★– কাউকে দৌড়ানি দিতে হলে
প্রথমে নিজে ভাল করে শিখে নিতে
হয় কিভাবে দৌড়াতে হয়, তা না হলে
দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি
খেয়ে আসার সম্ভবনা থাকে ।
★– আমি যখন নিঃসঙ্গ হয়ে পড়ি তখন
মনেমনে ভাবি একজন প্রিয়তমা পাশে
থাকলে মন্দ হত না। অন্তত শিহরিত হয়ে
উঠতে পারতাম, বিচলিত করে তুলতে
পারতাম নিঃসঙ্গতাকে।
★– দ্বিধা এবং দ্বন্দের মাঝখানে
থেকে আমরা যেসব স্বপ্ন দেখি
সেগুলা হয় বিশ্রী স্বপ্ন, চরম বিশ্রী।
★– তোষামোদকারীরা বড়জোর
রাজনীতিবিদ হতে পারে, কিন্তু
কোনদিনও জননেতা হতে পারে না।
★– নিজে কোনরকম দোষ না করেও যদি
কেউ নিজেকে দোষী মেনে নিয়ে
দোষী ব্যাক্তির কাছে ক্ষমা চায়,
তাহলে সে ক্ষমা চাওয়ার মধ্যে
কোনরকম মহত্ব নেই। বরং সেটা তার
দুর্বলতা প্রকাশ করে এবং পরোক্ষভাবে
দোষী ব্যাক্তির অপরাধ মেনে
নেয়াটা।
★– সময় করে সময় নিয়ে ভাববার সময়
পাচ্ছিনা, অথচ সময় চলে যাচ্ছে !
– রেসেন্টলি কিছু মানুষের
এক্টিভিটিজ দেখে মনে হল
বাংলাদেশের রাজনীতিবিদরা
দলপ্রেমের উর্ধে দেশপ্রেমকে নিতে
পারেনা। তাদের কাছে প্রথমে দল
তারপর দেশ। বাংলাদেশে এখন খুব
প্রয়োজন দেশপ্রেমিক রাজনীতিবিদ
নট দলপ্রেমিক।
★– প্রত্যেক ধনী মানুষ ধনী হওয়ার
পিছনে কিছু গরীব মানুষের অবদান
থাকে। কিন্তু ধনীরা সেটা স্বীকারও
করে না, তার স্বীকৃতিও দেয়না।
আমার ফেইসবুক প্রফাইলঃ Click Here
বিঃদ্রঃ ভাল লাগলে এই ওয়েবসাইট বা ব্লগ সাইটটির লিংক আপনার স্ট্যাটাস এর সাথে শেয়ার করার অনুরোধ রইল।
0 comments:
Post a Comment