রংপুর জেলা বাংলাদেশের উত্তর-
পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের
একটি প্রশাসনিক অঞ্চল ও বিভাগীয়
শহর।
ভৌগোলিক সীমানা
রংপৃর জেলা ২৫৹০৩˝থেকে ২৯৹৩২˝ পূর্ব
দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত । মোট
আয়তন ২৩০৮ বর্গ কিমি । আটটি
উপজেলা, ইউনিয়ন ৩৮টি, ১৪৫৫টি
মৌজা এবং ১ টি সিটি
কর্পোরেশন ৩টি পৌরসভা নিয়ে
রংপুর জেলা গঠিত।রংপুর জেলার
উত্তরে লালমনিরহাট ও তিস্তা নদী,
দক্ষিণে গাইবান্ধা ও দিনাজপুর
জেলা , পূর্বে গাইবান্ধা, কুড়িগ্রাম
ও লালমনিরহাট এবং পশ্চিমে
দিনাজপুর ও নীলফামারী জেলা
অবস্থিত।তিস্তা নদী উত্তর ও উত্তর
পূর্ব সীমান্তকে লালমনির হাট এবং
কুড়িগ্রাম জেলা থেকে আলাদা
করেছে।
রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন
ভূমির অংশ মনে করা হয়। কিন্তু
ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গঠন
দেশের অন্যান্য জেলা থেকে
আলাদা। এ জেলার ভূগঠন অতীতে
উত্তরাঞ্চল প্রবাহমান কযয়েকটি
নদীর গতিপথ পরিবর্তন এবং
ভূকম্পনজনিত ভুমি উত্তোলনের সাথে
জড়িত। তিস্তা নদীর আদি গতিপথ
পরিবর্তন ছিল রংপুর জেলার ভূমি
গঠনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ।
তিস্তা নদী ১৭৮৭ সালের পূর্বে
গঙ্গানদীর একটি উপনদী ছিল।
তিস্তা সিকিম বা হিমালয়ে
পরিচিত রাংগু ১৭৮৭ সাল পর্যন্ত
দিনাজপুর জেলার নিকট আত্রাই এর
সাথে মিলিত হয়ে নিম্ন গঙ্গা
নদীতে পতিত হতো। ১৮শ শতকে
তিস্তা, আত্রাই নদীর পথ ধরে গঙ্গা ও
বিছিন্ন কিছু খাল বিলের মাধ্যমে
ব্রহ্মপুত্র, উভয় কিছু নদীর সাথে ঋতু
ভিত্তিক সংযোগ করত। অপর নদী
ধরলা তিস্তা থেকে নিম্ন হিমালয়
অঞ্চল বৃহত্তর রংপুর জেলার পূর্ব দিক
দিয়ে (বর্তমান কুড়িগ্রাম) ব্রহ্মপুত্র
নদে মিলিত হয়েছে। ঘাঘট এ
জেলার অপর একটি গুরুত্বপূর্ণ নদ । ঘাঘট
তিস্তার গর্ভ থেকে উৎপন্ন হয়ে রংপুর
জেলার মধ্য দিয়ে দক্ষিণে
গাইবান্ধা জেলা অতিক্রম করে
করতোয়া নদীতে পতিত হয়। আত্রাই
নদী এ সময় করতোয়া ও গঙ্গার মধ্যে
সংযোগ রক্ষা করত।
প্রশাসনিক এলাকাসমূহ
রংপুর জেলা আটটি উপজেলায়
বিভক্ত। এগুলো হচ্ছেঃ
রংপুর সদর উপজেলা
বদরগঞ্জ উপজেলা
গঙ্গাছড়া উপজেলা
কাউনিয়া উপজেলা
মিঠাপুকুর উপজেলা
পীরগাছা উপজেলা
পীরগঞ্জ উপজেলা এবং
তারাগঞ্জ উপজেলা
নামকরনের ইতিহাস
রঙ্গপুরের সংবাদ পত্র রঙ্গপুর
দর্পন, যার তারিখ ২১ নভেম্বর
১৯২১
নামকরণের ক্ষেত্রে লোকমুখে
প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’
থেকেই কালক্রমে এই নামটি
এসেছে। ইতিহাস থেকে জানা যায়
যে উপমহাদেশে ইংরেজরা নীলের
চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর
হবার কারনে এখানে প্রচুর নীলের
চাষ হত। সেই নীলকে স্থানীয়
লোকজন রঙ্গ নামেই জানত। কালের
বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং
তা থেকেই আজকের রংপুর। অপর একটি
প্রচলিত ধারনা থেকে জানা যায়
যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর।
প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের
রঙ্গমহল এর নামকরন থেকে এই রঙ্গপুর
নামটি আসে। রংপুর জেলার অপর
নাম জঙ্গপুর । ম্যালেরিয়া রোগের
প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই
জেলাকে যমপুর বলেও ডাকত। তবে
রংপুর জেলা সুদুর অতীত থেকে
আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি
ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের
আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ
যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে
আগত মানুষ প্রায়ই ইংরেজদের
অত্যাচারে নিহত হত বা
ম্যালেরিয়ায় মারা যেত। তাই
সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত।
সুদুর অতীতে রংপুর জেলা যে রণভূমি
ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা
যায়। ত্রিশের দশকের শেষ ভাগে এ
জেলায় কৃষক আন্দোলন যে ভাবে
বিকাশ লাভ করে ছিল তার কারণে
রংপুরকে লাল রংপুর হিসেবে
আখ্যায়িত করা হয়েছিল।
অর্থনীতি
টাউন হল
রংপুর অঞ্চলকে তামাকের জন্য
বিখ্যাত বলা হয়।এখানে উৎপাদিত
তামাক দিয়ে সারা দেশের
চাহিদা মেটানো হয়। রংপুরে প্রচুর
পরিমাণ ধান-পাট-আলু ও আম (হাড়ি
ভাঙ্গা) উৎপাদিত হয়। যা স্থানীয়
বাজার তথা সারাদেশের
বাজারে সমান হারে সমাদৃত।
শিল্পপ্রতিষ্ঠান
রংপুর জেলার কেল্লাবন্দ নামক
স্থানে বিসিক শিলপ নগরী গড়ে
উঠেছে। সেখানে বিভিন্ন ভারী
শিল্পপ্রতিষ্ঠান আছে যেমনঃ
আর,এফ,এল লিঃ,প্রাইম সনিক গ্রুপ,
মিল্ক ভিটা বাংলাদেশ,আরডি
মিল্ক, বিভিন্ন কোল্ড স্টোরেজ।
এছাড়া হারাগাছ নামক স্থানে
বিড়ি(সিগারেট) তৈরির একাধিক
কারখানা। রংপুর শহরের আলম নগর
নামক স্থানে আছে আর, কে ফ্যান
কারখানা। বদরগঞ্জ উপজেলার
শ্যামপুর নামক স্থানে গড়ে
উঠেছেঃ শ্যামপুর চিনিকল
লিমিটেড , রংপুর ডিষ্টিলারিজ
এন্ড কেমিক্যাল কোঃ লিঃ।
পত্র-পত্রিকা
দৈনিক [১] :
দাবানল (১৯৮০)
যুগের আলো (১৯৯২)
পরিবেশ (১৯৯৪)
রংপুর (১৯৯৭)
সাপ্তাহিক [১] :
অটল (১৯৯১)
রংপুর বার্তা (১৯৯৬)
অবলুপ্ত: রঙ্গপুর বার্তাবহ (১৮৪৭)
রঙ্গপুর দর্পণ (১৯০৭)
রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকা
(১৯০৫)
রঙ্গপুর দিক প্রকাশ (১৮৬১)
উত্তর বাংলা (১৯৬০)
প্রভাতী (১৯৫৫)
সাপ্তাহিক রংপুর (১৯৯৬)
বজ্রকণ্ঠ (পীরগঞ্জ)
চিত্তাকর্ষক স্থান
'প্রজন্ম', মুক্তিযুদ্ধের স্মারক
ভাস্কর্য, রংপুর কারমাইকেল
কলেজ
তাজহাট রাজবাড়ী
1. কারমাইকেল কলেজ,
2. তাজহাট রাজবাড়ী ,
3. ভিন্নজগত,
4. রংপুর চিড়িয়াখানা ,
5. পায়রাবন্দ
মিঠাপুকুর উপজেলার রানিপুকুর ও
লতিবপুর ইউনিয়নের নিঝাল, ভিকনপুর,
মামুদপুর তিন গ্রামের সীমানায়
অবস্থিত মোঘল আমলের "নির্মিত
তনকা মসজিদ"। একই উপজেলার ময়েনপুর
ইউনিয়নের ফুলচৌকির মোঘল আমলের
নির্মিত মসজিদ, সুড়ুং পথ, শালবনের
ভিতরের মন্দির, সহ অনেক পুরাতন
স্থাপনা আছে এই গ্রামে।
শিক্ষা প্রতিষ্ঠান
রংপুর জিলা স্কুল
শিক্ষা ব্যবস্থার দিক থেকে রংপুর
জেলা প্রাচীন কাল থেকেই
বাংলাদেশের একটি অন্যতম জেলা।
এখানে গড়ে উঠেছে অনেক প্রসিদ্ধ
শিক্ষা প্রতিষ্ঠান। এই জেলায়
২৮২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৭২২
টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,
৩৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,
১৯৩টি বেসরকারী সংস্থা কর্তৃক
নিয়ন্ত্রিত বিদ্যালয় এবং ৩২০টি
মাদ্রাসা। তারমধ্যে অনতম্য গুলো
হলঃ
রংপুর জিলা স্কুল
রংপুর সরকারী বালিকা উচ্চ
বিদ্যালয়
রংপুর ক্যাডেট কলেজ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,
রংপুর
রংপুর সরকারি কলেজ
বেগম রোকেয়া সরকারী মহিলা
কলেজ
কারমাইকেল কলেজ
পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর
কালেক্টরেট স্কুল ও কলেজ, রংপুর
পলিটেকনিক ইনিষ্টিটিউট, রংপুর
রংপুর মেডিকেল কলেজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
চিকিৎসা সুবিধা
রংপুর বিভাগ এর মধ্যে রয়েছে রংপুর
মেডিকেল কলেজ।এটি একটি
সরকারী মেডিকেল কলেজ। অন্যান্য
সরকারী প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে
শিশু হাস্পাতাল,বক্ষ হাসপাতাল ও
কলেরা হাস্পাতাল।বেসরকারি
প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে
ক্রিস্টিয়ান মিশনারি
হস্পিতাল,রংপুর ডেন্টাল কলেজ এবং
কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিশিষ্ট ব্যক্তিত্ব
বেগম রোকেয়া , বাংলার মুসলিম
নারী জাগরণের অগ্রদূত
হায়াৎ মামুদ, কবি
আবু সাদাত মোহাম্মদ সায়েম ,
বাংলাদেশের প্রথম প্রধান
বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি
হুসেইন মুহাম্মদ এরশাদ,
বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি
এম এ ওয়াজেদ মিয়া , খ্যাতনামা
পরমাণু বিজ্ঞানী
আনিসুল হক, লেখক, নাট্যকার ও
সাংবাদিক
শাহ আবদুর রউফ, লেখক
মহেশচন্দ্র রায়, গীতিকার ,সুরকার,
সঙ্গীতশিল্পী
মো. নুরুল ইসলাম , ভাষাসৈনিক,
শিক্ষাবিদ, নাট্যকার, গীতিকার,
সমবায় উদ্যোক্তা
চৌধুরী
খালেকুজ্জামান ,মুক্তিযোদ্ধা,কলাম
িষ্ট,লেখক ও বিশিষ্ঠ
রাজনীতিবিদ [তথ্যসূত্র প্রয়োজন ]
রাশিদ আসকারী ,বাংলা-
ইংরেজী
লেখক,কলামিসট,অধ্যাপক,ইসলামি
বিশববিদ্যালয়,কুসিটয়া
বেগম রোকেয়া
হুসেইন মুহাম্মদ এরশাদ
আনিসুল হক
রাশিদ আসকারী
Featured
BTemplates.com
Categories
- অনলাইন ইনকাম
- অন্যান্য
- অ্যাডবি ফটোশপ
- অ্যাডসেন্স
- অ্যান্টিভাইরাস
- আইওএস
- আইন
- ইন্টারনেট
- ইসলাম
- উইন্ডোজ
- উইন্ডোজ ৭
- উইন্ডোজ ৮
- উপন্যাস
- এনিমেশন
- এন্ড্রোয়েড মোবাইল
- এয়ারটেল
- ওডেস্ক
- ওয়েব ডেভেলপমেন্ট
- কম্পিউটার
- কৌতুক
- খবর
- গানের লিরিক্স
- গ্রামীনফোন
- জীবনী
- তথ্য ও প্রযুক্তি
- দেশাত্মবোধক গান
- নেটওয়ার্কিং
- নোকিয়া
- পড়াশুনা
- পেপাল
- ফেইসবুক স্ট্যাটাস
- ফ্রিলান্সিং
- বাংলাদেশ
- বাংলালিংক সিম
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- ব্লগিং
- ভৌতিক গল্প
- মাইক্রোসফট
- মাইক্রোসফট এক্সেল
- মাইক্রোসফট ওয়ার্ড
- মানবদেহ
- মেডিটেশন
- রোমান্টিক এস.এম.এস
- ল্যাপটপ
- সকল জেলা
- স্বাস্থ্য
- হাদিস
- হিপনোটাইজ
- হ্যাকিং
Powered by Blogger.
statistics

Recent
Comment
Business
Subscribe
Blog Rule
বাংলা ভাষার দেশীয় প্রযুক্তি ব্লগ প্রযুক্তির কথায় আপনাকে স্বাগতম। প্রযুক্তির কথায় টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নীতিমালা মেনে চলুন।প্রযুক্তির কথায় নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি 'নীতিমালা ও ব্যবহারবিধি' পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।
Learn More : Click Here
Learn More : Click Here
About Blogger
Mohammad Rabiul Islam
Ambaria, Madhupur, Tangail
Dhaka, Bangladesh-1997
Mobile: +8801929541403
Facebook: Rabiul Islam
Email:
pcworldbdsite@gmail.com
rabiul_islam15@yahoo.com
Ambaria, Madhupur, Tangail
Dhaka, Bangladesh-1997
Mobile: +8801929541403
Facebook: Rabiul Islam
Email:
pcworldbdsite@gmail.com
rabiul_islam15@yahoo.com
Beauty
Office Address
Updated very soon. Still working.
Contributors
Contact With Us
Comments
Recent Post
Most Recent
Friday, November 27, 2015
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সংগীত “ আমার সোনার বাংলা ” র গীতিকবিতা: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি । চিরদিন তোমার আকাশ , ত...
-
জোবায়ের রহমান ৮ মার্চ ২০১৫ হিপনোসিস শব্দের অর্থ সম্মোহন। একজনের চরম প্রস্তাবনা, তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত ক...
-
প্রকৃতি পরিবেশ ও গ্রামবাংলার সঙ্গে এ প্রজন্মের বিরাট ব্যবধান থাকলেও ইসরাককে গ্রামের খাল- বিল, সবুজ-শ্যামল মাঠ, ফসলের খেত, ছায়াঢাকা পথ, ...
-
হস্তমৈথুনের ফলে যে সব ক্ষতি হয় তা জেনে নিন (A-Z) হস্তমৈথুন(Masturbation) বা স্বমেহন বর্তমানে একটি বড় সমস্যা। হস্তমৈথুনের কারণে দুই ধরনের...
-
আজ আমি আপনাদের সাথে কিছু মজার কৌতুক শেয়ার করলাম .. আশা করি ভালো লাগবে .. জাহাজের ক্যাপ্টেন নিয়োগ পেতে এক লোক ইন্টারভিউ দিতে এসেছে নিয়ো...
-
একজন মানুষকে হিপনোটাইজড বা সন্মোহিত করতে যে সেশনটা করা হয় তাকে বলা হয় হিপ্নোটিক সেশন। হিপ্নোটিক সেশনটা হয় ৫ ভাগে। 1. pre-talk – ...
-
‘দাদি প্লিজ আমাদের একটা কিচ্ছা শুনাও প্লিজ আমরা কিচ্ছা শুনবো।’ ফায়সাল ওর দাদিকে জড়িয়ে ধরে বলল । ফায়সালের সাথে সাথে সুমা, রনি, দানিয়াল, ...
-
দুইশো এক গম্বুজ বিশিষ্ট নির্মাণাধীন মসজিদটি সেখানকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে বলে জানা গেছ...
-
১. পলাতকার উড়াল তারিখটা আজও মনে আছে : পয়লা সেপ্টেম্বর । মেট্রো রেল স্টেশানের চত্বরে দাঁড়িয়ে, মোবাইলট...
0 comments:
Post a Comment