Thursday, November 26, 2015

পাবনা জেলার পরিচিতি

পাবনা বাংলাদেশের
উত্তরাঞ্চলের (উত্তরবঙ্গের) একটি
প্রধান শহর। এটি রাজশাহী বিভাগ
এর পাবনা জেলার অন্তর্গত। পাবনা
শহর বিখ্যাত পদ্মানদীর তীরে
অবস্থিত।
যাতায়াত
যমুনা বহুমুখী সেতু পার হয়ে সড়কপথে
রাজধানী ঢাকা থেকে মাত্র চার
ঘণ্টার পথ।
শিক্ষাব্যবস্থা
২০০৮ সালে পাবনায় একটি সরকারী
মেডিক্যাল কলেজ ও পাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠিত হয়। অন্যান্য নামকরা
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে
রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় পাবনা জিলা স্কুল ,
পাবনা ক্যাডেট কলেজ,
পলিটেকনিক ইন্সটিটিউট, এডওয়ার্ড
কলেজ, বুলবুল কলেজ, সরকারী মহিলা
কলেজ, পাবনা সরকারী বালিকা
উচ্চবিদ্যালয় প্রভৃতি।
খ্যাতিমান ব্যক্তিবর্গ
পাবনা জেলায় কতিপয় নামকরা
ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। তাদের
মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ
জেনারেল জ়ে.এন.চৌধুরী (সাবেক
ভারতীয় সেনাপ্রধান), ব্যবসায়ী
স্যামসন এইচ চৌধুরী, সঙ্গীতশিল্পী
তপন চৌধুরী, বাপ্পী লাহিড়ী,
খ্যাতিমান উপস্থাপক ফজলে
লোহানী, সাহিত্যিক প্রমথ চৌধুরী
(ছদ্মনাম বীরবল), কবি বন্দে আলী
মিয়া, জনপ্রিয় চিত্রনায়িকা
সুচিত্রা সেন প্রমুখ।

0 comments:

Post a Comment