Thursday, November 26, 2015

সিরাজগঞ্জ উপজেলা ও ইতিহাস

সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের
উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী
বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
তাঁতশিল্প এ জেলাকে বিশ্বের
দরবারে পরিচিত করেছে। বঙ্গবন্ধু
সেতু (যমুনা সেতু) এবং সিরাজগঞ্জ
শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ
জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি
এনে দিয়েছে। তা ছাড়া
শাহজাদপুর উপজেলার রবীন্দ্র
কাচারিবাড়ি, এনায়েতপূর খাজা
ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড
হাসপাতাল, মিল্কভিটা, বঙ্গবন্ধু
সেতুর পশ্চিম প্রান্তের ইকোপার্ক,
বাঘাবাড়ি বার্জ মাউনন্টেড বিদ্যুত্
উত্পাদন কেন্দ্র, বাঘাবাড়ি নদী বন্দর
ইত্যাদি বিখ্যাত স্থাপত্য ও
শৈল্পকর্মের নিদর্শন এ জেলাকে
সমৃদ্ধতর করেছে।
নামকরনের ইতিহাস
দেখুনঃ নামকরণের ইতিহাস
জেলার ইতিহাস
দেখুনঃ জেলার ইতিহাস
অবস্থান
রাজধানী ঢাকা থেকে সড়ক পথে
এর দূরত্ব ১৪২ কিমি। এর ভৌগোলিক
অবস্থান ২৪'২২ ও ২৪'৩৭ উত্তর অক্ষাংশ
এবং ৮৯'৩৬ ও ৮৯'৪৭ দ্রাঘিমা এর
মধ্যে সিরাজগঞ্জের অবস্থান।
ভৌগোলিক সীমানা
সিরাজগঞ্জ জেলার উত্তরে বগুড়া
জেলা, দক্ষিণে পাবনা জেলা,
পূর্বে টাঙ্গাইল ও জামালপুর জেলা
ও যমুনা নদী এবং পশ্চিমে নাটোর
জেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকাসমূহ
পাকিস্তান আমলের মহুকুমা
সিরাজগঞ্জকে জেলায় উন্নীত করা
হ্য় ১লা এপ্রিল, ১৯৮৪ সালে।
সিরাজগঞ্জের জেলা ৯টি
উপজেলায় বিভক্ত। এ গুলো হল
বেলকুচি , কামারখন্দ , চৌহালি,
কাজীপুর , রায়গঞ্জ , শাহজাদপুর ,
সিরাজগঞ্জ সদর , তাড়াস , এবং
উল্লাপাড়া। থানা ১টিঃ সলঙ্গা ।
সিরাজগঞ্জ শহর
সিরাজগঞ্জ শহর মধ্য বাংলাদেশে
অবস্থিত একটি শহর। এটি যমুনা নদীর
পশ্চিম তীরে এবং ঢাকা শহর হতে
প্রায় ১১০ কিলোমিটার উত্তর
পশ্চিমে অবস্থিত। শহরটি সিরাজগঞ্জ
জেলার প্রধান শহর। এখানে ১৫টি
ওয়ার্ড এবং ৫২টি মহল্লা রয়েছে।
২০০১ সালের আদম শুমারি অনুযায়ী এর
জনসংখ্যা ১২,৭১৪। সিরাজগঞ্জ
শহরকে একসময় কলকাতা ও
নারায়ণগঞ্জের সমতুল্য পাট ব্যবসা
কেন্দ্র হিসেবে গণ্য করা হতো।
বর্তমানে এটি পাট ব্যবসার একটি
প্রধান কেন্দ্র। এখানকার পাটকলগুলো
তদানীন্তন বাংলা প্রদেশের প্রথম
দিককার পাটকলের মধ্যে পড়ে।
অর্থনীতি
চিত্তাকর্ষক স্থান
সিরাজগঞ্জ জেলার চিত্তাকর্ষক
স্থানসমূহ হচ্ছে—যমুনা সেতুর দুই পাড়,
সায়েদাবাদ; রবীন্দ্রনাথ ঠাকুরের
কুটিবাড়ী, শাহজাদপুর; এনায়েতপুরী
পীর সাহেবের মাজার এবং মসজিদ,
চৌহালি; শিব মন্দির, তারাশ; নবরত্ন
মন্দির, উল্লাপাড়া; ইলিওট ব্রিজ যা
লোহার ব্রিজ বা বড় পুল নামে
পরিচিত, সিরাজগঞ্জ সদর;
সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়
কলেজ, সিরাজগঞ্জ সদর; কওমি জুটমিল
গদক্যফদল্গ
বিখ্যাত ব্যক্তিবর্গ
মাওলানা আবদুল হামিদ খান
ভাসানী[২]
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
মাওলানা খোন্দকার আব্দুর রশীদ
তর্কবাগীশ [৩]
সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী (জার
চার নেতার একজন) মনসুর আলী
আশরাফুল কবির সিহাব
মোহাম্মদ নাসিম
মাওলানা রফিকুল ইসলাম খান
ড: আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
কবি মহাদেব সাহা
ফজলে লোহানী [৪]
সুচিত্রা সেন
কবি ইজাব উদ্দিন আহমেদ |
যাদব চন্দ্র চক্রবর্তী (১৮৫৫-১৯২০)|
মকবুলা মঞ্জুর |
মোহাম্মদ নজিবর রহমান, সাহিত্যরন
|
রজনী কান্ত সেন |
ফতেহ লোহানী |
আব্দুল তালুকদার |
অমূল্যনাথ লাহিড়ী |
বাপ্পী লাহিড়ী
ইশান চন্দ্র রায় |
হৈমন্তী শুকলা
মোহাম্মদ বরকতুল্লাহ |
গোলাম মকসুদ হিলালী |
এম এ মতিন

0 comments:

Post a Comment