Monday, November 2, 2015

মজার কৌতুক কালেকশন পর্ব - ২

*এরপর মামা ফোন করল*
মামা ঃ কিরে সবার খবর কি?
ছেলে ঃ সরকার ঘুমাচ্ছে।
বিরোধীদল তার সুবিধামত আছে।
ভবিষ্যত কাঁদছে।
শোষিত শ্রেনী শোষিত হচ্ছে।
আর জনগন তাকিয়ে তাকিয়ে
দেখছে"!!!....:p:p...
2,
এক জন লোক হুজুরকে জিজ্ঞাসা করলোঃ
লোকঃ হুজুর বেহেশতে কি সিগারেট
খাওয়া যায়?????
হুজুরঃ খাওয়া যায়, তবে সিগারেট এর আগুন
আনতে দোজগে যাইতে হয় !!!!.....:p....xD
3,
মহিলা কলেজের সামনে দিয়ে এক হুজুর
হেটে যাচ্ছিল।২ টা পোংডা মাইয়ার
হঠাৎ ইচ্ছা হল হুজুর এর সাথে একটু বিটলামি
করার । তো হুজুরের কাছে গিয়ে একজন
বলল
মেয়েঃ হুজুর ! আপনার দাড়ী গুলো অনেক
সুন্দর, বেচবেন ? এক হালি কত টাকা দিতে
হবে?
হুজুরঃ (ওদের বিটলামি বুঝতে পেরে) হ্যা
বেচব , শুধু তোমাদের জন্য একদাম ২০ টাকা
:D
মেয়েঃ তাইলে ১ হালি দেন
হুজুর তখন পায়জামার ফিতা খুলতেছিল তা
দেখে মেয়েরা থ খেয়ে জিজ্ঞাসা
করতে লাগল হায় হায় হুজুর এসব কি
করতেছেন?
হুজুরঃ আরে ওই গুলো তো ছেম্পল ছিল
গুডাউন থেকে দিচ্ছি তোমাদের!!!...:p...xD
4,
একদিন একটি গ্রামে একটি বিমান আছড়ে
পড়ল। গ্রামবাসী বিমানের সকল
যাত্রীকে মৃত ভেবে কবর দিয়ে দিল।
সেই বিমানে বাংলাদেশের এক মন্ত্রীও
ছিল।
এখন এই খবর পেয়ে সাংবাদিকরা সেই
গ্রামে গেল খবর সংগ্রহ করতে। ওই
গ্রামের সবচেয়ে গন্য-মান্য ব্যক্তি কে
প্রশ্ন করল, "সকল যাত্রীই মারা গেছে, এই
ব্যাপারে কি আপনারা নিশ্চিত?" লোকটি
বলল,
"কবর দেওয়ার সময় যদিও মন্ত্রিসাহেব
বলছিলেন যে উনি জীবিত। কিন্তু
রাজনীতিবিদ তো তাই কথাটা বিশ্বাস
করি নাই। কবর দিয়া দিসি।"!!!!....:p:p....xD
5,
মেডিকেলের ছাত্রছাত্রীদের ডেডবডি
দেখানো হচ্ছে। স্যার বললেন, "ডাক্তার
হতে হলে সব ঘেন্নাকে বিদায় করতে
হবে।" এই বলে তিনি ডেডবডির পায়ুপথে
আঙ্গুল প্রবেশ করিয়ে বের করলেন, এবং
আঙ্গুল চুষতে শুরু করলেন। স্যারের
নির্দেশে সব শিক্ষার্থী চোখমুখ বিকৃত
করে কাজটি করল।
"ডাক্তার হবার আরেকটি প্রধান শর্ত, প্রখর
পর্যবেক্ষণ শক্তি অর্জন করতে হবে।
তোমরা কেউ লক্ষ্য করনি যে আমি
ঢুকিয়েছি তর্জনি কিন্তু চুষেছি মধ্যমা।
৬,
এক লোক একটা মাছ ধরলো।
বাসায় এসে পানি গরম করার জন্য পানির
কল ছাড়ল, পানি নাই........
চিন্তা করল ভেজে খাবে, চুলা
জ্বালাইতে গেল, গ্যাস নাই........
ভাবলো তাইলে ওভেনে রান্না করবে,
দেখে কারেন্ট নাই.........
তখন ভেবে দেখলো তাইলে মাছ দিয়ে
আর কি হবে? সে নদীতে গিয়ে ছেড়ে
দিল মাছটাকে,
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠলো,
"জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ,
হাসিনা খালেদা
জিন্দাবাদ"।!!!!....:p:p.....xD
৭,
আমি যদি পথের মাঝে পথ হারিয়ে
ফেলি.....
তুমি কি গো থাকবে আমার আশে ?//
নতুন পথের স্বপ্ন নিয়ে...
ভালোবাসার ঘর বানিয়ে...
পথ হারা সেই পথের বাকে....
আমার ফেরার অপেক্ষাতে.......
তুমি কি গো থাকবে সেথা বসে ?
৮,
এক যুবকের ধারণা শহরের মেয়েদের
চেয়ে গ্রামের মেয়েদের চরিত্র অনেক
ভালো। তাই সে সিধ্দান্ত নিল গ্রামে
বিয়ে করবে। করলোও তাই।
নতুন বউ নিয়ে শহরে রিক্সায় যাওয়ার সময়
এক জায়গায় এসে দেখলো অনেকগুলি
মেয়ে দাড়িয়ে বাজে ইংগিত করছে।
বউ জিগ্যাসা করলো এরা কারা ?
স্বামী বললো, এরা পতিতা, টাকার
বিনিময়ে পুরুষেরা এদেরকে ভোগ করে।
... স্ত্রী আবার প্রশ্ন করলো, তা কত টাকা
পায় এরা?
স্বামী বললো: একশো, দু’শো, পাঁচশো
বিভিন্ন রকম রেট আছে।
স্ত্রী আশ্চয হয়ে বললো: এত টাকা!
তাহলে তো আমার খালাতো ভাইয়ের
কাছে আমি অনেক টাকা পাবো। এবার
বাড়ি গিয়ে বকেয়া বিল আদায় করতে
হবে !
এক মহিলা বাসে উটে সিট খালি না
পেয়ে দাড়িয়ে আছে তার আবার হাতে
দুইটা দুধের বোতল এমন সময় কন্টাক্টর
আসলো ভাড়া চাইতে
কন্টাক্টরঃ আপা ভাড়াটা দেন তো
মহিলাঃ আগে দুধ দুইটা ধরেন আমি ভাড়া
দিচ্ছি
কন্টাক্টরঃ আমি এটা পারবো না
মহিলাঃ তাহলে আমি এখন ভাড়াও দিতে
পারবো না
... তখন কন্টাক্টর তো মহা ঝামেলায় সে
গেল ড্রাইভারকে বলতে
কন্টাক্টরঃ ওই মহিলা ভাড়া দিতে চাইছে
না সে বলছে আগে তার দুধ দুটো ধরতে
হবে
ড্রাইভারঃ তিনি যখন বলছেন তাহলে
তোর ধরতে অসুবিধে কোথায় :P
শপিং সেরে বাড়ি ফিরতেই ছোট্ট বাবু
তার মাকে বললো, "মা মা, আজ কী
হয়েছে শোনো, আমি তোমার
আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময়
বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি
এসে ঢুকলো। তারা দু’জন সব জামাকাপড়
খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির
ওপর চড়ে বসলো …।”
এটুকু শুনেই বাবুর মা তাকে থামিয়ে
দিলেন। মুখখানা গম্ভীর করে বললেন,
"ব্যস, আর একটা শব্দ না। এবার বাবা ফিরলে
তুমি যা দেখেছো, তা আবার ঠিক ঠিক
বলবে, কেমন?”
...
1 b বাবুর বাবা বাড়ি
ফিরতেই বাবুর মা মুখ ঝামটা
দিলেন। "তোমার মতো একটা লম্পটের
সাথে আমি আর সংসার করবো না।”
বাবুর বাবা ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন,
"কেন?”
তখন বাবুর মা বললেন, "বল বাবু, কী
দেখেছিস গুছিয়ে বল।”
বাবু বললো, "আমি তোমার আলমারিতে
লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর
পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে
ঢকলো। তারা দু’জন সব জামাকাপড় খুলে
ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর
চড়ে বসলো, তারপর তুমি আর আক্কাস
আঙ্কেল গত পরশু দিন দুপুরে যা করেছিলে,
বাবা আর টিনা আন্টি তা-ই করতে
লাগলো …
::::বউ ও পাগলের মধ্যে মিল::::
১. পাগলকে এটা-সেটা বলে ক্ষেপানো
যায়। আর বউকেও ক্ষেপানো যায়।
২. পাগল মুগুর নিয়ে হামলা করে, আর বউ
স্বামীর দিকে তেড়ে যায় ঝাঁটা নিয়ে।
৩. পাগল ইট, পাটকেল, লাঠি আমাদের
দিকে ছুঁড়ে মারে আর বউ ছুঁড়ে মারে
হাঁড়ি-পাতিল।
... ৪. বউ সংসারের কর্তৃত্ব নিজ হাতে
নেয়, আর পাগলও পাড়ার পোলাপানদের
দমিয়ে রাখে।
৫. পাগল আমাদের সঙ্গে আজগুবি আলাপ
করে, আর বউও পাড়ার মহিলাদের সঙ্গে
আষাঢ়ে গল্প জুড়ে দেয়।
৬. বউ হুমকি দেয় বাপের বাড়ি যাওয়ার, আর
পাগলের হুমকি এলাকা ছাড়া করার।
৭. আমরা পাগল ও বউ উভয়কেই বেশ ভয় পাই
ও সমীহ করে চলি (কখন কী করে ফেলে
বলা যায় না)।
তাই বলে নিজের বউকে পাগল ভেবে
বসবেন না যেন ! খবরদার বউ শুনলে কিন্তু
খবর আছে ! পিটিয়ে পাগলাগারদে
পাঠিয়ে দেবে !
*এক লোক একটা"lie ditector"রোবট
কিনে বাসায় গেলো যেটা কেউ
মিথ্যা বললে তাকে চড় মারে।
লোকটা তার ছেলে কেঃ স্কুল এর সময়
তুমি কোথায় ছিলা আজকে?
ছেলেঃ ক্লাস এ। (রোবট সাথে সাথে
ছেলে কে চড় মারলো)
ছেলেঃ আচ্ছা , আমি সিনেমা হল এ
গেছিলাম্।
বাবাঃ কি দেখতে গেছিলা?
... ছেলেঃ হ্যারি পটার দেখতে।
( সাথে সাথে রোবট আবার চড় মারলো)
ছেলেঃ আচ্ছা, আমি পর্ণ ফিল্ম দেখতে
গেছিলাম্।
বাবাঃছি ছি, তোমার বয়সে আমি কখোনই
এসব করি নাই। (সাথে সাথেই রোবট বাবা
টাকে চড় মারলো)
এবার মা তাই দেখে হাসতে হাসতেঃ
মাঃ তোমার কি ছেলেটা পছন্দ
হয়েছে ? হলে বলো সম্পর্ক পাকা-পাকি
করবো।
মেয়েঃ ummm মা..., ছেলে তো ভালই
কিন্তু..... একটু short।
মাঃ আরে টিভি ১৪ ইঞ্চির হোক আর ২৯
ইঞ্চির হোক, রিমোট কিন্তু ৬ ইঞ্চিরই হয়।
...
ক্রমাগত লস খাওয়ার পর এক বাংলাদেশী
পোল্ট্রি ব্যবসায়ী একবার ক্ষেপে গিয়ে
তার সকল মুরগীদের বললেন,
"আগামীকাল থেকে যদি প্রতিদিন ২টা
করে ডিম না দিস তাইলে ধরে জবাই করে
খেয়ে ফেলব!!”
এরপর থেকে প্রত্যেকটা মুরগীই প্রতিদিন
২টা করে ডিম দিতে লাগলো!!
... শুধু একটা বাদে!!
ঐটা প্রতিদিন একটা করেই ডিম পারতে
লাগলো!!

ব্যবসায়ী ক্ষেপে গিয়ে বললেন,
"কিরে!! তোর তো সাহস কম না!! এতো বড়
হুমকি দিলাম, এরপরও একটা করে ডিম
পারতেসিস!!”
তিনি উত্তর পেলেন,
"জনাব!! আপনার ভয়ে বহু কষ্টে একটা করে
ডিম পারতেসি!! আমি আসলে মোরগ!!”
বাসায় এসে পানি গরম করার জন্য পানির
কল ছাড়ল, পানি নাই…
চিন্তা করল, ভেজে খাবে। চুলা
জ্বালাতে গেল, গ্যাস নাই…
ভাবল, তাহলে ওভেনে রান্না করবে,
দেখে কারেন্ট নাই…

0 comments:

Post a Comment