অনেক দিন পরে ফিরে এলাম নতুন একটা নতুন টুল নিয়ে, অনেক ওয়েবসাইটের লেখা বা টেক্সট যখন কপি করতে পারেন না তখন স্বাভাবিক ভাবেই একটু খারাপ লাগে, বিশেষ করে যারা রি রাইটের কাজ করেন, আপনাদের জন্য তৈরি করে ফেললাম নতুন একটি টুল যা দিয়ে সহজেই কোন ওয়েবসাইটের লেখা কপি করতে পারবেন।
তাহলে চলে আসি আসল কথায়, অনেক গুলো পদ্ধতিতে কাজটি করা যায়, তার ভিতরে একটি আছে ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট অফ করা (বিষয়টি বেশ ভ্যাজাল), আর আছে ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট মোড টগোল করা। সেটাও বেশ ঝামেলার, বার বার অন অফ করতে হয়। আবার অনেকে কাজটা ঠিক মত করতেও পারেন না। তাদের জন্যই আমার এই টুল, শুধু ইউআরএল দিয়ে সাবমিট করলেই হল, সুন্দর ভাবে কপি করতে পারবেন :D। কি দেখতে চান? তাহলে হাতে নাতেই দেখুন,
তাহলে চলে আসি আসল কথায়, অনেক গুলো পদ্ধতিতে কাজটি করা যায়, তার ভিতরে একটি আছে ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট অফ করা (বিষয়টি বেশ ভ্যাজাল), আর আছে ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট মোড টগোল করা। সেটাও বেশ ঝামেলার, বার বার অন অফ করতে হয়। আবার অনেকে কাজটা ঠিক মত করতেও পারেন না। তাদের জন্যই আমার এই টুল, শুধু ইউআরএল দিয়ে সাবমিট করলেই হল, সুন্দর ভাবে কপি করতে পারবেন :D। কি দেখতে চান? তাহলে হাতে নাতেই দেখুন,
ছবি দেখুন নিচে...
দেখলেন তো কত সহজে কপি করতে পারছেন 
0 comments:
Post a Comment